কাপ্তাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন 

কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:১৯

রাঙামাটির কাপ্তাইয়ে শ্রদ্ধা আর ভালোবাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে কাপ্তাইয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কাপ্তাই উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন। এছাড়াও শ্রদ্ধা জানান, আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পুলিশ, মুক্তিযোদ্ধা, শিক্ষক, পিডিবি, বন বিভাগ, উপজেলা শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, স্কাউটস, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।

এদিকে বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।

প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা ফারহানা পৃথা, কাপ্তাই থানার ওসি মো. আবুল কালাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ এনামুল হক হাজারী, উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর জিন্নাতুন নাহার এবং সহকারী শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :