ভাষা শহীদদের স্মরণে ২১ কিলোমিটার দৌড়ালেন ইবি শিক্ষার্থী

ইবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫২| আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৪
অ- অ+

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে ২১ কিলোমিটার পথ দৌড়ালেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) ভোর ৭টায় দিকে কুষ্টিয়া শহরের চৌড়হাস থেকে রওয়ানা করে সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের শহীদ মিনারে আসেন তিনি।

সাজ্জাতুল শেখ বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২১ কিলোমিটারের দীর্ঘ দৌড় শেষে তাকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী ইমরান হোসেন বলেন, আমাদের মায়ের ভাষার জন্য যারা নিজের জীবন উৎসর্গ করেছেন সেসব বীর শহীদদের স্মরণে সাজ্জাতের এমন সাহসী উদ্যমকে আমরা স্বাগত জানাই। ভবিষ্যতে আরো বড় পরিসরে ম্যারাথনে অংশগ্রহণ করে সাজ্জাত আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান বয়ে আনবে এই কামনা।

এ বিষয়ে সাজ্জাতুল্লাহ শেখ বলেন, যখন ক্যালেন্ডারে ফেব্রুয়ারি মাস কড়া নেড়েছে তখন আমার মনে হল, ভাষার মাসে মহান ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করে আমি একটি হাফ ম্যারাথন করবো। যেহেতু একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সে হিসেবে আমি ২১ কিলোমিটার দৌড়াবো। অবশেষে যখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকাল ৭:০০টা থেকে শুরু করে ৯:১৫ মিনিটে এসে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে এসে শেষ করেছি। আমি আজকের এই ম্যারাথন মহান ভাষা শহীদদের প্রতি উৎসর্গ করছি। সে সাথে ধন্যবাদ জানাচ্ছি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, বড় ভাই ও বন্ধু মহলের যারা আমাকে অনুপ্রেরণা দিয়েছেন এবং শুভেচ্ছা জানিয়েছেন।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে আবারও উন্মুক্ত নালায় পড়ে শিশুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় চেম্বার ভবন গুঁড়িয়ে দিয়ে অর্পিত সম্পত্তি উদ্ধার
মিটফোর্ডে মাথায় পাথরের আঘাতে যুবককে হত্যা
জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতি নিয়ে আলী রীয়াজের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা