মাতৃভাষা দিবসে নোয়াখালীতে বিনামূল্যে সেবা পেল ১৫’শ রোগী 

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০৫
অ- অ+

মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস উপলক্ষে নোয়াখালীতে গরীব, অসহায় রোগীদের জন্য দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এ ক্যাম্পে চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ পেয়েছেন প্রায় এক হাজার পাঁচশত রোগী। দিনব্যাপী চলা এ ক্যাম্পে ১৫জন বিশেষজ্ঞ চিকিৎসক, ২২ জন চিকিৎসক সহকারি-নার্স ও ২০ জন সেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের দারুল উলুম আজিজুল ইসলাম রহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

বিনামূল্যে গ্রামের গরীব, অসহায় রোগীদের সেবা দিতে এ ক্যাম্পের আয়োজন করে ফ্যাশন এশিয়া ঢাকা এবং সার্বিক সহযোগিতা করে নোয়াখালী ডায়বেটিক সমিতি ও এফপিএবি নোয়াখালী শাখা।

আয়োজকরা জানান, গত তিন বছর ধরে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা এ ফ্রি মেডিকেল ক্যাম্প করে আসছি। এখানে অর্থোপেডিক্স, ডেন্টাল, চক্ষু, শিশু, চর্ম-যৌন ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকরা সেবা প্রদান করছেন। সেবা নেওয়া রোগিদের ফ্রি চিকিৎসার সাথে সাথে এক মাসের জন্য বিনামূল্যে ওষুধ প্রদান করা হচ্ছে। আগামীতেও সাধারণ মানুষের সেবার কথা মাথায় রেখে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে।

(ঢাকা টাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এএসপি পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, যা জানাল র‍্যাব
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা