সাভারে খাল থেকে নবজাতক উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩৩

রাত ১টার দিকে বাড়ি যাচ্ছিলেন সোহাগ মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি। এসময় রাস্তার পাশে শুকনো খাল থেকে নবজাতক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান তিনি। কাছে গিয়ে দেখতে পান পলিথিনে মোড়ানো অবস্থায় একটি শিশু পড়ে আছে। বিভিন্ন পোকা আক্রমণ করেছে তাকে। তাৎক্ষণিক তিনি সরকারি সেবা নম্বর ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবহিত করেন।

খবর পের ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ নবজাতকটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠিয়েছে।

মঙ্গলবার রাত ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পৌর এলাকার পূর্ব মেড্ডার পাশে (পুরাতন সেকশন) খাল থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতকটি উদ্ধার করা হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, নবজাতকটিকে হাসপাতালের এনআই সিও ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও শংকামুক্ত নয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, ৯৯৯ থেকে কল পেয়ে নবজাতকটিকে খাল থেকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাত করে নবজাতকটিকে খালে ফেলে গেছে। কন্যা শিশুটিকে হাসপাতালে রেখে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/২১ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :