জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় শিশুর মৃত্যু

জয়পুরহাটে ট্রাক্টরের ধাক্কায় তামিম হোসেন ( ৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যায় সদর উপজেলার চকশ্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তামিম হোসেন জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম গ্রামের জনি হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শিশু তামিম তার বাড়ির সামনে থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী ট্রাক্টর পেছন থেকে তামিমকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশু তামিম । স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/২১জানুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন