বিশ্বকাপের আগে ৩ ম্যাচের সিরিজ টাইগারদের, প্রতিপক্ষ কারা?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:২৩

জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খুব বেশি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট দল।মার্চে শ্রীলঙ্কা ও এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলবে টাইগাররা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে। সেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার লক্ষ্যে আমেরিকার সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল।

বাংলাদেশ দলের ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী জুনের আগে আটটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এর সবগুলোই অবশ্য দেশের মাটিতে। জুনে ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রের মাটিতে বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে ভালো করার লক্ষ্য বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের উইকেট-কন্ডিশন অনেকটাই বাংলাদেশের মতো হওয়ায় কিছুটা হলেও সুবিধা পাবে টাইগাররা। এছাড়া দলের অনেকেরই আছে ক্যারিবিয়ানে খেলার অভিজ্ঞতা।

তবে আরেক ভেন্যু যুক্তরাষ্ট্রে খুব একটা ক্রিকেট খেলেনি টাইগাররা। বলতে গেলে সম্পূর্ণ এক অচেনা রাজ্য বাংলাদেশের জন্য। সে কারণে যুক্তরাষ্ট্রে খেলে নিজেদের ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে টাইগাররা। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

বিশ্বকাপের প্রস্তুতি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে থাকছে স্বাগতিক যুক্তরাষ্ট্রই। এমন খবর দিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস চৌধুরী।তবে ঠিক কবে এই সিরিজ শুরু হবে তা জানা যায়নি।

চলমান বিপিএলের ঠিক পরেই শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে টাইগাররা। যেখানে থাকছে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও। এরপর এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে আরও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।

(ঢাকাটাইমস/২২ ফেব্রুয়ারি/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :