প্রতারণার মামলায় গ্রেপ্তার ট্রান্সকম গ্রুপের ৫ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৮| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:১৮
অ- অ+

প্রতারণার মামলায় গ্রেপ্তার হলেন ট্রান্সকম গ্রুপের দুই পরিচালকসহ পাঁচ কর্মকর্ত।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাদের গ্রেপ্তার করে পিবিআই।

গ্রেপ্তারকৃতরা হলেন- প্রতিষ্ঠানের আইন উপদেষ্টা ফখরুজ্জামান ভুইয়া, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) কামরুল হাসান, পরিচালক (করপোরেট ফাইন্যান্স) আব্দুল্লাহ আল মামুন, ম্যানেজার আবু ইউসুফ মো. সিদ্দিক এবং সহকম্পানি সেক্রেটারি মোহাম্মদ মোসাদ্দেক।

পিবিআইয়ের বিশেষ পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা প্রয়াত লতিফুর রহমানের এক মেয়ে শাযরেহ হক বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। সেই মামলায় গ্রুপের পাঁচজন কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, ট্রান্সকম গ্রুপের ১০০ কোটি টাকা আত্মসাৎ, সম্পত্তি দখল এবং অবৈধভাবে কোম্পানির শেয়ার হস্তান্তর করার অভিযোগ এনে শাযরেহ হক এই মামলা করেন।

ট্রান্সকম গ্রুপ দেশের অন্যতম বড় ব্যবসাপ্রতিষ্ঠান। গ্রুপটির অধীনে এসকেএফ ফার্মাসিউটিক্যালস, ট্রান্সকম বেভারেজেস, ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, ট্রান্সকম কনজিউমার প্রোডাক্টস, ট্রান্সকম ফুডস, ট্রান্সকম ইলেকট্রনিকস, ট্রান্সক্রাফট, মিডিয়াস্টার- এসব কোম্পানি পরিচালিত হয়।

(ঢাকাটাইমস/২৩ফেব্রয়ারি/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় মদ উদ্ধার
অবৈধ সম্পদের মামলায় আনিসুল হককে গ্রেপ্তার দেখানোর আবেদন
ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫ পেল ইসলামী ব্যাংক 
পদযাত্রা শেষে তিন দাবিতে সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীদের অনশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা