সাভারে দেওয়াল চাপায় চার বছরের শিশুর মৃত্যু

সাভার প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪৭
অ- অ+

সাভারের পৌর এলাকার নামা গেন্ডা মহল্লায় দেওয়াল চাপা পড়ে মো. রুহান ইসলাম নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত রুহান কিশোরগঞ্জ জেলার কটিয়াদী থানার ভোগপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে। সে সাভার পৌর এলাকার নামাগেন্ডা মহল্লায় পরিবারের সাথে বাস করতো।

নিহত শিশুটির বাবা জহিরুল বলেন, নামা গেন্ডা এলাকায় ভেকু দিয়ে মারকাযুল ইলমি ওয়াদ দাওয়াহ মাদরাসা ছয়তলা নির্মাণাধীন ভবনের দেওয়ালের কাজ চলছিল। এসময় দেওয়ালের পাশ দিয়ে আমার ছেলে যাচ্ছিল। হঠাৎ ভেকুর ধাক্কায় দেওয়াল ভেঙে রুহানের উপরে পড়ে। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠায়। এঘটনার পর ভেকু চালক পলাতক রয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুর রাশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেইসঙ্গে শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে জিপিএ-পাঁচ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার শিক্ষার্থী
ডাক্তার দেখাতে যাচ্ছিলেন, ফিরলেন লাশ হয়ে—আট মাসের গর্ভে থাকা শিশুটিও হারিয়ে গেল
এসএসসিতে পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, অন্যরা যা পেল
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের সাফল্যের ধারা অব্যাহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা