৩৮ বছরের ইতিহাসে এমন রেকর্ড আর হয়নি

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় বিরল রেকর্ড বাংলাদেশি হাফেজ বশিরের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৪৭| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫৩
অ- অ+
দেশে ফেরার পর বিমানবন্দরে হাফেজ বশির

ইরানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ বশির আহমদ। একই সঙ্গে তিন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন এই বিস্ময় বালক। এ ঘটনায় বিশ্ব কুরআন প্রতিযোগিতার এ আসরে ৩৮ বছর পর প্রথম বিরল রেকর্ড গড়েছে বাংলাদেশ।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইরান থেকে বাংলাদেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের এ তথ্য জানান, বশিরের শিক্ষক মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল শায়েখ নেছার আহমাদ আন নাছিরি।

বিমানবন্দরে হাফেজ বশিরকে উষ্ণ অভ্যর্থনা ও সংবর্ধনা জানায় সর্বসাধারণ। এসময় বিমানবন্দরের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

এসময় হাফেজ শায়েখ নেছার আহমাদ বলেন, পৃথিবীর কোনো দেশের প্রতিযোগী ৩৮ বছরের ইতিহাসে তিন ক্যাটাগরিতে প্রথম হতে পারেনি। বাংলাদেশ একই দিনে একই সঙ্গে ১০ পারা, ২০ পারা এবং ৩০ পারা গ্রুপে প্রথম হয়েছে। একই দিনে ৩টি বিশ্ব রেকর্ড গড়েছে বাংলাদেশ। সব মিলিয়ে যা নতুন এক বিরল রেকর্ড। বিরল এ রেকর্ড গড়ার পর হাফেজ বশিরের মাথায় চুমু দিয়ে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসি।

শায়েখ নাছিরি আরও বলেন, এর আগে দুবাই, সৌদি আরবসহ অনেক দেশে প্রথম হয়েছে বাংলাদেশ। বাংলাদেশে এখন কুরআনের নিরব বিপ্লব চলছে।

এ সময় হাফেজ বশির আহমদ জানায়, বড় হয়ে মদিনা বিশ্ববিদ্যালয় অথবা আল—আজহার বিশ্ববিদ্যালয়ে কুরআনিক সাইন্স বিষয়ে পড়াশোনা করার ইচ্ছা তার। মসজিদে হারামের ইমাম হওয়া তার স্বপ্ন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসে ইরানের রাজধানী তেহরানে।

হাফেজ বশির আহমদ ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। তার বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার বেগুনাই গ্রামে। তারা বাবা সহকারী অধ্যাপক মাওলানা মো. আবদুর রশিদ।

বিশ্বজয়ী এ বিস্ময় বালক মাত্র ৫ মাসে পবিত্র কুরআন সম্পূর্ণ হিফজ সম্পন্ন করেন।

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছিল হাফেজ বশির।

(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/কেএ/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে সহিংসতায় জড়িত কাউকে ছাড় নয়: ডিআইজি রেজাউল করিম
গোপালগঞ্জের ঘটনা এত পরিমাণে হবে গোয়েন্দা তথ্য ছিল না: স্বরাষ্ট্র উপদেষ্টা
শ্যামলীতে দিনদুপুরে ছিনতাই, চাপাতি, বাইকসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় দাদি ও নাতি বউকে গলা কেটে হত্যা  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা