রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শামিম (১৬) নামে এক কিশোর নিহত হয়েছে।
শনিবার সকাল ১০টায় আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম চট্টগ্রাম জেলার ভুঁজপুর থানার বড় বেতুয়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শামিম পাতাছড়ায় তার মামার বাড়িতে বেড়াতে এসে সকলের অজান্তে তার মামার ব্যবহৃত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/পিএস

মন্তব্য করুন