বোয়ালমারীতে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ভিড়

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে হাজার বছর ধরে প্রাচীন মাঘি পূর্ণিমার গঙ্গাস্নানে দেশবিদেশের লক্ষাধিক পুণ্যার্থীদের ভি জমেছে।

শনিবার ভোর থেকে সনাতন ধর্মাবলম্বীদের পবিত্র তীর্থস্থান উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর কয়ড়া কালীবাড়ি মন্দিরের পাশ দিয়ে প্রবাহিত কুমার নদে এ গঙ্গাস্নান উৎসব অনুষ্ঠিত হয়।

সূর্যোদয়ের সাথে সাথে শুরু হওয়া এ গঙ্গাস্নান চলবে সন্ধ্যা পর্যন্ত। এতে সনাতন ধর্মাবলম্বী হাজার হাজার পুণ্যার্থী নারী-পুরুষ পাপ মোচনে গঙ্গাস্নান করে থাকে। মাঘ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর কয়েক হাজার দেশি-বিদেশি পুণ্যার্থী এ গঙ্গাস্নানে অংশ নেয়।

এ উপলক্ষে দেশের বিভিন্ন জেলা, উপজেলার দূরদূরান্ত থেকে মাতুয়া সম্প্রদায়ের নারী-পুরুষরা ঢাকঢোল বাজিয়ে উপস্থিত হয়ে থাকে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি থেকে আগত মতুয়া সম্প্রদায়ের একজন ভক্ত জানান, এটি হাজার বছরের প্রাচীন জাগ্রত মা কালির মন্দির। এই তীর্থস্থান ঘেঁষে বয়ে যাওয়া গঙ্গা দেবীর পবিত্র জলে মাঘ মাসের এই পূণ্যতীথিতে প্রতি বছর স্বপরিবারে স্নান করে নিজেদের পাপ মোচন করি। আমাদের গ্রামের দলটি এখানে আসতে একদিন আগে রওনা করি।’

উপজেলা সদর থেকে আগত প্রভাষক বিকাশ রঞ্জন জানান, পূর্বপুরুষের তীর্থ শ্রীশ্রী কয়ড়া কালীবাড়িতে প্রতি বছরই দেবী মায়ের আশীর্বাদ ও পায়ে পুষ্পাঞ্জলি দিতে আসি।

কয়ড়া কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি বাবু সুবাস সাহা জানান, সনাতন ধর্ম-বিশ্বাসীরা শত শত বছর ধরে এখানে গঙ্গাস্নান ও পুণ্য সঞ্চয়ের জন্য মায়ের পায়ে পূজা, বলি ও গঙ্গা স্নানে করতে আসে। এ বছরও ভারত ও নেপাল থেকে ভক্তরা গঙ্গা স্নানে অংশ নিয়েছেন। আমরা ভক্তদের সেবা দেয়ার চেষ্টা করছি। আইনর্শঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপর।

থানার পুলিশ পরিদর্শক আবুল বাসার জানান, গঙ্গাস্নান ও মেলা উপলক্ষে আগত পুণ্যার্থীদের যাতে কোন প্রকার সমস্যা না হয় সে দিকে নজর রাখা হয়েছে। এ লক্ষ্যে জেলা থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং মেলা, মন্দির, ঘাট ও আশপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

এদিকে গঙ্গা স্নান উপলক্ষে মন্দির ঘেঁষা খোলা মাঠে বসেছে সপ্তাহব্যাপী গ্রামীণ মেলা। নানাপদ মিষ্টি, খাবার হোটেল, মাটি ও বেতের তৈরি গৃহস্থালির দোকান, খেলনা, প্রসাধনী, মসলার দোকানের পাশাপাশি কাঠের তৈরি ফার্নিচারসামগ্রীর দোকানপাটও বসেছে।

(ঢাকা টাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫৫তম মহান স্বাধীনতা দিবস আজ
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি নির্বাচনের কথা বলছে: নীরব
মানিকগঞ্জে ধর্ষণের শিকার স্কুলছাত্রী মানসিক ভারসাম্য হারিয়ে হাসপাতালে
দ্রুত নির্বাচন দিলে সংস্কারও দ্রুত হবে: টুকু 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা