ভান্ডারিয়ায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শেখ কামাল পৌর অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য মো. মহি উদ্দীন মহারাজ।
উপজেলা নির্বাচন অফিসার শারমীন আফরোজের সঞ্চালনায় অন্যদের মধ্যে বরিশাল অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দীন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খানজাদা শাহরিয়ার বিন মান্নান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মিরাজুল ইসলাম, পৌর মেয়র ফাইজুর রশিদ খসরু ও ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনের কর্মকর্তা ও অতিথিরা স্মার্ট কার্ডের ব্যবহার ও এর সুফল নিয়ে আলোচনা করেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন