পূবাইলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

টঙ্গী-পূবাইল (গাজীপুর প্রতিনিধি), ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৩৬
অ- অ+

গাজীপুর মহানগরীর পূবাইলে শয়ন কক্ষ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে পূবাইল থানাধীন নৈপাড়া এলাকায় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রকিব (২৫) তিনি গাজীপুর জেলার পূবাইল থানার নৈপাড়া গ্রামের মৃত শাজাহানের ছেলে। তিনি স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতে নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। পরে সকাল বেলা যুবকের দাদী বাড়ির কাজ শেষ করে ভিকটিমের ঘরে প্রবেশ করে দেখেন লুঙ্গি পেঁচিয়ে ঘরের সিলিংয়ের সাথে ঝুলে আছে। পরে দাদীর চিৎকারে আশপাশের লোকজন এসে ঝুলন্ত মরদেহ দেখে থানায় ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে অভিমানে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, এক যুবক আত্মহত্যা করেছে এমন সংবাদ পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/জেডএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
হত্যা মামলায় সাতক্ষীরার দৈনিক সাতনদীর সম্পাদক কারাগারে
সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগ: স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করলে সারাদেশে আন্দোলন: রাশেদ খাঁন 
ববি উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষকদের সংহতি ও বিক্ষোভ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা