খুলনায় কার্বন ফ্যাক্টরিতে আগুন 

খুলনা ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২২:০৬
অ- অ+

খুলনার রূপসা উপজেলায় মীনকো নামের একটি কার্বন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রবিবার সকালে উপজেলার তিলক নামক স্থানে অবস্থিত ওই ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকাল ৯টা ২০ মিনিটে রূপসার কুদির বটতলার তিলক নামক স্থানে অবস্থিত পাটখড়ি পুড়িয়ে কার্বন বানানোর একটি কারখানায় আগুন লাগে। এ সময় একটি পাটখড়ি বোঝাই ট্রাকেও আগুন লাগে। মুহূর্তে কারখানার সামনের বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে। এতে কার্বন তৈরির জন্য মজুদ রাখা পাটখড়ি পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের রূপসা, টুট পাড়াসহ খুলনার পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

খুলনার টুটপাড়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. নজরুল ইসলাম ঢাকা টাইমসকে বলেন, মীনকো কার্বন তৈরির ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আমাদের পাঁচটি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ফ্যাক্টরির আট বিঘা জমিতে থাকা পাটখড়ি ও বস্তায় মজুদ অজানা কেমিক্যাল পুড়ে গেছে।

তিনি আরও বলেন, ফ্যাক্টরিটিতে পাটখড়ি শুকিয়ে বিভিন্ন পদ্ধতিতে কার্বন তৈরি করা হয়। অজানা কেমিক্যাল রয়েছে এখানে। এগুলো চীনে পাঠানো হয়। বস্তায় মজুদ কেমিক্যালে পানি ছেটানোর সময় অনেক উঁচু পর্যন্ত আগুন উঠছিল। এটা ছিল খুব ভয়াবহ। তবে আমাদের কর্মীরা সতর্ক থাকায় হতাহতের ঘটনা ঘটে।

(ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা