বাড়িতে অজগর পুষছেন সৃজিত! দাবি, নিয়ম মেনেই এনেছি

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:১৭
অ- অ+

ওপার বাংলার চলচ্চিত্র নির্মাতা তথা বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলার স্বামী সৃজিত মুখার্জীর পরিবারে যোগ হয়েছে নতুন অতিথি। যাকে মেয়ে বলছেন তিনি। তবে সেটি মানুষ নয়, একটি অজগর সাপ। নাম রেখেছেন উলুপি।

শুনে কি খানিকটা অবাক হচ্ছেন? এটাই সত্যি। ফেসবুকে একটি পোস্ট করে সৃজিত জানিয়েছেন, ‘বাড়িতে তোমায় স্বাগত উলুপি। আমাদের জীবন চিরকালের জন্য বদলে গেল’।

সাপটি আদতে আফ্রিকান বল পাইথন। ভারতের কেরালা থেকে সাপটি এনেছেন সৃজিত। একটি বিদেশি প্রজাতি। সৃজিতের দাবি, ‘সম্পূর্ণ আইনিভাবে সাপটি সংগ্রহ করা হয়েছে এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্রসহ রাখা হয়েছে’৷

ভারতের আইন অনুযায়ী, বিশেষ কিছু প্রজাতির সাপ বাড়িতে পুষলে তার জন্য প্রথমে সরকারের অনুমতি নিতে হবে। তারপর যে রাজ্যে সাপটিকে আনা হচ্ছে, সেখানকার বন দপ্তরের অনুমতি লাগবে। তার যত্ন, খাবার, চিকিৎসার বিষয়গুলোও খেয়াল রাখতে হবে। সেখানে কোনো খামতি থাকলেও বন দপ্তর ব্যবস্থা নিতে পারে।

ভারতে যে ধরনের সাপ পাওয়া যায় সেগুলোকে পোষ্য হিসেবে রাখা যায় না। তবে বিদেশেই কেবল পাওয়া যায়- এমন সাপ পোষ্য হিসেবে রাখা যেতে পারে। এদিকে, বাড়িতে আগে থেকেই একটি কচ্ছপ পুষছেন সৃজিত। এবার তার পোষ্যের তালিকায় নতুন সংযোজন বল পাইথন।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রতিদিন হাঁটলে সুগার-কোলেস্টেরল মুঠোয় থাকবে, বাড়বে না ওজন
ডায়াবেটিস নিরাময় করে ভেষজ মহৌষধি আমলকি
প্রথম প্রেমের স্পর্শ: পর্ব ১৪- ভালোবাসা যেখানে থেমে থাকে না
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা