কোম্পানীগঞ্জের পর কুয়াকাটায় পুকুরে ধরা পড়ল ইলিশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জের একটি মিঠাপানির পুকুরে ইলিশ মাছ ধরা পড়ার তিন দিনের মাথায় পটুয়াখালীর কলাপাড়ায় মিঠা পানির পুকুরে ধরা পড়লো ৬০০ গ্রাম ওজনের আরও একটি ইলিশ মাছ।
সোমবার সকালে উপজেলার ডালবুগঞ্জ এলাকায় ৩১৩ অ্যাগ্রো ফার্মের পুকুরে মাছটি ধরা পড়ে। পুকুরে ইলিশ পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে। মাছটি একনজর দেখতে ভিড় জমিয়েছেন স্থানীয়রা।
পুকুরটির পাশ দিয়ে বয়ে যাওয়া নদী থেকে মাছটি পুকুরে প্রবেশ করতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
৩১৩ অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান মুফতি মো. হাবিবুর রহমান মিজবাহ বলেন, পুকুরে জাল ফেলার পর অন্য মাছের সঙ্গে ইলিশ মাছটিও উঠে আসে। বিষয়টি প্রথমে বিশ্বাস হয়নি। পরে ভালোভাবে পরীক্ষা করে মাছটি ইলিশ বলেই নিশ্চিত হয়েছি।
ওই ফার্মের পরিচালক মো. আরিফ বিল্লাহ বলেন, ইলিশ মাছ পেয়ে আমরা কিছুটা অবাকই হয়েছি।
কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নদীর তীরবর্তী এলাকা হওয়ায় অন্য মাছের সঙ্গে মাছটি পুকুরে প্রবেশ করতে পারে। তবে পুকুরে পাওয়া ইলিশের স্বাদ নদী বা সমুদ্রের ইলিশের মতো হয় না।
উল্লেখ্য, গত শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ভূমি মার্কেট সংলগ্ন মিয়া মেম্বারের মাছের খামার থেকে একটি ইলিশ মাছ ধরা পড়েছিল।
(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/পিএস)

মন্তব্য করুন