স্বামীর প্রতারণায় নিঃস্ব ধর্মান্তরিত চম্পা

বরিশাল ব্যুরো, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:০৪| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩১
অ- অ+

বিয়ের প্রলোভন দেখিয়ে চম্পা রানীকে ধর্মান্তরিত করে বানিয়েছেন মোসাম্মৎ চম্পা বেগম। কিন্তু স্ত্রীর মর্যাদা না দিয়ে উলটো প্রতারণার ফাঁদে ফেলে নিঃস্ব করা হয়েছে তাকে। সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা চম্পা বেগম। একমাত্র শিশু কন্যাকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাকে।

২০১৬ সালে বরিশাল নগরের হাসপাতাল রোডের মোসলেম হাওলাদারের ছেলে হেলাল উদ্দিন ফারুকের সঙ্গে পরিচয় হয় পটুয়াখালী জেলার মধ্য কুরালিয়া গ্রামের বাবুল শীলের মেয়ে ও শ্যামল চন্দ্র শীলের স্ত্রী চম্পা রানীর।

এরপর সম্পর্কের এক পর্যায়ে বিবাহের আশ্বাসে আগের স্বামী শ্যামলকে ছেড়ে দিয়ে তার চার বছরের মেয়েকে নিয়ে ধর্মান্তরিত হন চম্পা। ওই সময় নগরীর শীতলাখোলায় একটি মুদি দোকান ছিল তার।

ভুক্তভোগী চম্পা বলেন, ‘ফারুকের সঙ্গে পরিচয়ের পর থেকেই বিভিন্ন মানুষের কাছ থেকে ব্যবসার জন্য টাকা এনে আমার ব্যাংক একাউন্টের চেক দেয় ফারুক। সেই মামলায় আমার জেল জরিমানা পর্যন্ত হয়েছে। শুধু তাই নয়, আমার গর্ভের সন্তান দুইবার নষ্ট করেছে। সর্বশেষ আমাকে বরগুনায় একটি বাসা ভাড়া করে রাখলেও গত ছয় মাস যাবত কোনো খরচ বহন করছেন না ফারুক। এতে একমাত্র শিশু কন্যাকে নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে আমাকে।’

পাওনাদারের চাপ, বিবাহ করেও স্ত্রীর মর্যাদা থেকে বঞ্চিত চম্পা আক্ষেপ করে বলেন, ফারুকের সাথে পরিচয়ের পর তারই প্ররোচনায় ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিবাহ করি।

এদিকে ফারুক তার পানির ফিলটার ব্যবসার জন্য কয়েক লাখ টাকা ধারদেনা করেন আমার মাধ্যমে। সেই টাকার পাওনাদাররা আমার নামে মামলা করলেও পাশে পাইনি ফারুককে।

চম্পা আরও বলেন, আমাকে ফারুক বিবাহ করার সময় বলেছিল তার আগের স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে। তবে বাস্তবতা হলো তার প্রথম স্ত্রীর ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে যা কখনো আমাকে বলেনি। কিছুদিন পূর্বে ফারুক তার প্রথম ঘরের মেয়েকে বিবাহও দিয়েছেন।

এসব বিষয়ে ফারুককে প্রশ্ন করলে কোনো সদুত্তর না দিয়ে সংবাদটি প্রকাশ না করতে অনুরোধ করেন তিনি।

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা