সীমান্তের বন্ধ বিদ্যালয়গুলো খুলছে বুধবার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৬| আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:২৭
অ- অ+

তিন সপ্তাহ পর খুলছে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় অবস্থিত বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিরাপত্তা ঝুঁকি কমায় বুধবার থেকে বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলার প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা প্রশাসন।

সোমবার জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে।

সীমান্ত সংলগ্ন এলাকায় মিয়ানমারের অভ্যন্তরের গোলাগুলি বাংলাদেশের ভেতরে এসে পড়ার পর শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় গত ৫ ফেব্রুয়ারি ঘুমধুম ইউনিয়নের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বিদ্যালয়গুলো হলো- বাইশপারি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভাজবনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশ্চিমকুল তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়।

পরিস্থিতি উন্নতি হওয়ায় চলতি সপ্তাহের বুধবার অর্থাৎ ২৮ তারিখ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ত্রিরতন চাকমা।

তিনি ঢাকা টাইমসকে বলেন, ‘চলতি মাসের শুরুতে সাময়িকভাবে বন্ধ হওয়া এখানকার পাঁচটি স্কুল আগামী বুধবার থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ আইনশৃঙ্খলা কমিটিতে এই সিদ্ধান্ত হয়েছে।’

এ বিষয়ে বান্দরবানের জেলা প্রশাসক (ডিসি) শাহ মোজাহিদ উদ্দিন ঢাকা টাইমসকে বলেন, ‘সীমান্তের পরিস্থিতি উন্নতি হওয়ায় সাময়িকভাবে বন্ধ বিদ্যালয়গুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আজ। আমাদের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এই সপ্তাহের বুধবার অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে পাঠদান কার্যক্রম শুরু করতে পারবে।’

(ঢাকাটাইমস/২৬ফেব্রুয়ারি/টিএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা