ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন, ৮ লাখ টাকা নিয়ে উধাও প্রতারক চক্র

​​​​​​​ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৫৮
অ- অ+
ভুক্তভোগী নারীরা।

ময়মনসিংহের ভালুকায় সমিতি থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রামের সহজ সরল নারীদের জমানো ৮ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে প্রতারক চক্র।

এ ঘটনায় ভুক্তভোগীরা ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে ফালু শেখের বাড়িতে ভাড়া থাকত প্রতারক চক্রের সদস্য ত্রিশাল উপজেলার কানর গ্রামের কিতাব আলীর ছেলে হাসান মিয়া তার স্ত্রী মোছাম্মৎ রুনা, একই উপজেলার আইলদা গ্রামের শাহজাহান মিয়া ও তার স্ত্রী মোছাম্মৎ লিপি।

তারা একটি সমিতি থেকে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ওই গ্রামের সহজ সরল নারীদের সঞ্চয় বাবদ টাকা জমাতে বলেন। তাদের খপ্পরে পড়ে এবং ঋণ পাওয়ার আশায় স্থানীয় জামিনা খাতুন, মলিনা খাতুন, নুরজাহান, ববিতা, মুর্শিদা খাতুন, শরিফা আক্তার, নাসিমা আক্তার ও জুসনা আক্তারসহ বেশ কয়েকজন সঞ্চয় বাবদ টাকা জমা দিতে থাকে। একপর্যায়ে ৮ লাখ টাকা জমা হলে ওই টাকা নিয়ে প্রতারক চক্রটি উধাও হয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষে আইনাল হক বাদী হয়ে ভরাডোবা ইউপি চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ইউপি চেয়ারম্যান শাহ আলম তরফদার বলেন, প্রতারক চক্রটিকে খোঁজা হচ্ছে। তাদেরকে পাওয়া গেলে টাকা উদ্ধারের ব্যবস্থা করা হবে।

ভুক্তভোগী মোছাম্মৎ শরিফা আক্তার বলেন, আমি সারাজীবন গার্মেন্টসে চাকরি করে ৪ লাখ টাকা জমিয়েছিলাম। কিন্তু এই প্রতারক চক্র ফাঁদে ফেলে আমাকে নিঃস্ব করে দিয়েছে। এখন আর আমার আত্মহত্যা করা ছাড়া কোনো উপায় নেই।

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারী/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা