নতুন নেতৃত্ব পেলো রিহ্যাব, ওয়াহিদুজ্জামান-লিয়াকত প্যানেলের জয়জয়কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:০৭ | প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:১৭

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন বাংলাদেশের (রিহ্যাব) দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে জয় পেয়েছে মো. ওয়াহিদুজ্জামান-লিয়াকত আলী ভুইয়া প্যানেলের আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ।

ঢাকা ও চট্টগ্রাম মিলে ২৯টি পরিচালক পদের বিপরীতে ব্যবসায়ী ঐক্য পরিষদ ২৫টি পদে জয় পেয়েছে। এর মধ্যে ঢাকায় ২৬টি পরিচালক পদের বিপরীতে ২৩টিতে এবং চট্টগ্রামে তিনটি পরিচালক পদের বিপরীতে দুটিতে জয় পেয়েছে তারা।

মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে।

এর আগে দিনভর রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ভোটগ্রহণ সম্পন্ন হয়। এরপর বিকালে শুরু হয় ভোট গণনা।

এ নির্বাচনের মধ্য দিয়ে ১৬ বছর পর নির্বাচিত কমিটি পেলো দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সমিতি রিহ্যাব। সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০০৮ সালে। সেই কমিটির মেয়াদপূর্তির পর পর্ষদ গঠিত হচ্ছিল সমঝোতার ভিত্তিতে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব সুব্রত কুমার দে ঢাকা টাইমসকে বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচন স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে।

বিজয়ীরা হলেন- জাপান গার্ডেন সিটির মো. ওয়াহিদুজ্জামান (প্রাপ্ত ভোট ২৪৮), বেসিক বিল্ডার্স লিমিটেডের ইঞ্জিনিয়ার আব্দুল লতিফ প্রাপ্ত ভোট (২৪১), আক্তার প্রপার্টিজ লিমিটেডের মোহাম্মদ আক্তার বিশ্বাস (প্রাপ্ত ভোট ২২৬), ব্রিক ওয়ার্কার্সের লিয়াকত আলী ভূঁইয়া (প্রাপ্ত ভোট ২২০), র‌্যামস বিল্ডার্সের ইঞ্জিনিয়ার মো. মহসীন মিঞা (প্রাপ্ত ভোট ২১২), আরমা রিয়েল এস্টেটের আব্দুর রাজ্জাক (প্রাপ্ত ভোট ২১০), এশিউর ডেভেলপমেন্টের মো. শেখ সাদী (প্রাপ্ত ভোট ২০৫)। পূর্ণাঙ্গ তালিকা দেখুন এখানে:

(ঢাকাটাইমস/২৭ফেব্রুয়ারি/এমএইচ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

অর্থনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

অর্থনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :