বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

খুলনায় বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের দায়ে রাফি ইসলাম (৩০) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস সালাম খান এ রায় প্রদান করেন।
ভবিষ্যতে আর কেউ যেন কোনো মেয়ের সর্বনাশ করতে না পারে, সেজন্য এ রায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন তিনি। একই সঙ্গে উচ্চ আদালতও এই রায় বহাল রাখবে বলে প্রত্যাশা করছেন তিনি।
(ঢাকাটাইমস/২৮ ফেব্রুয়ারি/পিএস)

মন্তব্য করুন