বান্দরবানে পারিবারিক কলহে শ্যালককে কুপিয়ে হত্যা

বান্দরবান প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ মার্চ ২০২৪, ১১:৫৯
অ- অ+

বান্দরবানে পারিবারিক কলহের জেরে শ্যালক শৈক্যপ্রু মারমাকে কুপিয়ে হত্যা করেছে দুলাভাই। এই ঘটনায় ঘাতক মংনুৎ মারমাকে (৪৬) আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির ৫ নম্বর ওয়ার্ড তুংক্ষ্যং পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক মংনুৎ মারমা চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি এলাকার ত্রিপুরা পাড়ার মৃত ক্যইসুইপ্রু মারমার ছেলে। আর নিহত শৈক্যপ্রু মারমা (৩০) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের তুংক্ষ্যং পাড়ার বাসিন্দা ক্যউচিং মারমার ছেলে।

নিহতের পরিবারের সদস্যদের বরাতে কুহালং ইউনিয়নের চেয়ারম্যান মংপু মারমা জানান, মংনুৎ মারমা বেকার ও উচ্ছৃঙ্খল জীবনযাপন করে আসছিল এবং পরিবারের সম্পূর্ণ খরচ শ্বশুরবাড়িকে বহন করার জন্য চাপ প্রয়োগ করছিল। এ নিয়ে গতকাল বাগবিতণ্ডা ও হাতাহাতির একপর্যায়ে পাশে থাকা গাছ কাটার কুড়াল দিয়ে শ্যালক শৈক্যপ্রু মারমার মাথায় আঘাত করে মংনুৎ মারমা। এতে শৈক্যপ্রু মারমা ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বান্দরবান সদর থানায় জানালে এসআই দিলীপের নেতৃত্বে একটি পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতককে আটক করে।

বান্দরবান সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, এই ঘটনায় মংনুৎ মারমাকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্য আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

(ঢাকা টাইমস/০১মার্চ/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ
হোটেল আমারিতে পুলিশ-ডিএনসির যৌথ অভিযান চলছে 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা