ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশে দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাতে থাকা এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। এসময় অটোতে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ৯টায় মহাসড়কের ডেমরামুখি অংশে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় জানা যায়নি। তবে তার গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলায় বলে জানা গেছে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ একেএম শরিফউদ্দিন। তিনি বলেন, দ্রুতগামী ট্রাক এসে অটোরিকশাতে ধাক্কা দিলে অটোতে থাকা ৬০-৬২ বছর বয়সের একজন নারীর মৃত্যু হয়। এসময় আরও দুইজন আহত হয়। তবে আহতদের নাম এখনো জানতে পারিনি।
(ঢাকাটাইমস/০১ মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন