শ্রীপুরে রহস্যময় বস্তা, পুলিশ এসে দেখলো নকল চুল 

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৪, ১৩:০৮
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা এলাকায় সড়কের পাশে পড়েছিল রহস্যময় একটি বস্তা। তবে তার মালিক ছিল না। রহস্যময় ওই বস্তার ভেতর লাশ সন্দেহে ভিড় জমে উৎসুক জনতার। একপর্যায়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন মাওনা হাইওয়ে পুলিশ। পরে বস্তার মুখ খুলতেই বের হয়ে আসে মানুষের মাথার নকল চুল।

রবিবার সকাল ১১টার দিকে জেলার শ্রীপুর উপজেলার মাওনা পুলিশ ফাঁড়ির পাশেই এ ঘটনা ঘটে।

স্থানীয় দোকানদার আফজাল মিয়া জানান, সকাল থেকেই বস্তাটি এখানে পড়েছিল। এক পর্যায়ে ওই বস্তার মালিককে না পাওয়ায় সন্দেহ হয়। মনে হচ্ছিল ভেতরে কারো লাশ আছে। পরে পুলিশ এসে দেখে মাথার চুল।

মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির কর্মকর্তা মাহাবুব মোর্শেদ জানান, স্থানীয়দের দেয়া খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রহস্যময় ওই বস্তা খুললে তা থেকে মানুষের মাথার নকল চুল পাওয়া গেছে।

(ঢাকাটাইমস/০৩মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড ২০২৫ পেল ইসলামী ব্যাংক 
পদযাত্রা শেষে তিন দাবিতে সচিবালয়ের সামনে জবি শিক্ষার্থীদের অনশন
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল নারীর
নাহিদ রানার পর পিএসএলে দল পেলেন লিটন ও রিশাদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা