শিক্ষকের একই রেজিস্ট্রেশনে দুই সনদ নিয়ে ধূম্রজাল

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৪ মার্চ ২০২৪, ১৬:০৬

মাগুরার শ্রীপুরে ভুয়া সনদে বিদ্যালয়ে চাকরি করার অভিযোগ উঠেছে মো. রফিকুল ইসলাম নামে এক শিক্ষকের বিরুদ্ধে। একই সিরিয়াল নম্বর রেজিস্ট্রেশন নম্বরে তার দুটি সনদ পত্র পাওয়া গেছ। সনদগুলো আসল না নকল নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

উপজেলার রাধানগর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষক হিসেবে (ইনডেস্ক নম্বর K1053074) চাকরি করছেন তিনি।

কম্পিউটার শিক্ষক মো. রফিকুল ইসলাম খাঁনের সনদ দুটি প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।

উক্ত সনদ থেকে জানা যায় মো. রফিকুল ইসলাম খাঁন শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বহুভাষী সাটলিপি প্রশিক্ষণ গবেষণা একাডেমি বগুড়া থেকে মাস মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করেন এবংগ্রেড পেয়ে উত্তীর্ণ হন। তার প্রশিক্ষণ সনদের সিরিয়াল নং ৩০৬২ এবং রেজি নং ৩০২১। একই প্রতিষ্ঠান একই সিরিয়াল নং একই রেজি নং এবং একই রেজাল্টে উত্তীর্ণ হওয়ার আরও একটি সনদ পাওয়া গেছে তার। তবে সনদ দুটির মধ্যে পার্থক্য রয়েছে।

দুটি সনদে মো. রফিকুল ইসলাম খাঁনের পিতার নাম আব্দুল গনি খাঁন উল্লেখ থাকলেও একটি সনদে প্রশিক্ষণের সময় উল্লেখ্য আছে অন্যটিতে নেই এছাড়া সনদ দুটিতে মো. রফিকুল ইসলাম খাঁনের ছবি থাকলেও ছবির পোশাকে ভিন্নতা রয়েছে।

বিষয়ে শিক্ষক মো. রফিকুল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে কল দিলে তিনি কথা বলতে রাজি হননি।

জানতে চাইলে বিদ্যালয় প্রধান শিক্ষক নওয়াব আলী বলেন, বিষয়টি আমি লোকমুখে শুনেছি। কিন্তু লিখিতভাবে প্রক্রিয়াগতভাবে কেউ অভিযোগ করেনি বিধায় বিষয়টি খতিয়ে দেখা হয়নি।

(ঢাকাটাইমস/০৪ মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :