কালকিনিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

​​​​​​​মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ মার্চ ২০২৪, ১৯:১৭
অ- অ+

মাদারীপুরের কালকিনিতে অজ্ঞাত এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ এলাকা সূত্রে জানা যায়, পৌর এলাকার আমানতগঞ্জের খালের ভূরঘাটা লাল ব্রিজের নিচে ওই ব্যক্তির লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালকিনি থানা পুলিশ লাশ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করেছি এবং ময়না তদন্তের জন্য নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি।

(ঢাকাটাইমস/০৮ মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ওপারে কারফিউ, সুনামগঞ্জের ১২ কিলোমিটার সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান
খালিশপুরে শহীদ মিনারের জমি দখলের ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা
আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণায় শাহবাগে ছাত্র-জনতার উল্লাস
৩০ কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা