জয়পুরহাটে মধ্যরাতে হাসপাতালে আগুন, আসবাবপত্র পুড়ে ছাই

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মার্চ ২০২৪, ০৮:২১| আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:১৬
অ- অ+

জয়পুরহাট ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের দ্বিতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলায় নারী ওয়ার্ডের পাশে তত্ত্বাবধায়কের কক্ষ থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। মুহূর্তেই আগুনে কক্ষের সব আসবাবপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক শরিফুল ইসলাম জানান, শনিবার রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর স্বজনরা হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে ধোঁয়া দেখতে পান। এ সময় আতঙ্কে চিৎকার শুরু করেন তারা। ওই ভবনে থাকা রোগী, তাদের স্বজন, চিকিৎসক, নার্স ও কর্মচারীরা আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৈদ্যুতিক সর্ট সাকিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। দ্রুত পদক্ষেপ নেওয়ায় আগুন অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়তে পারেনি।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল ও পুলিশ সুপার মোহাম্মদ নুরে আলম। তারা জানান, আগুন নিয়ন্ত্রণে আসায় আতংকের কিছু নেই এবং রোগীদের চিকিৎসা কার্যক্রম ব্যহত হবে না।

(ঢাকাটাইমস/৯মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাংবাদিকদের কন্ঠরোধে ৩২টি আইন থাকলেও সুরক্ষায় কোনো আইন নেই: কাদের গনি চৌধুরী 
তৃণমূল জনগোষ্ঠীর উন্নয়নে আনসার ভিডিপির ‘প্রান্তিক শক্তি’ কর্মসূচি
আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো সুযোগ দেওয়া যাবে না: আমিনুল হক 
আ.লীগ দেশকে গোলামীর রাষ্ট্রে পরিণত করেছিল: মুফতি ফয়জুল করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা