বিসিবির সঙ্গে তামিম ইকবালের বৈঠক শেষ, সিদ্ধান্ত কী?

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ মার্চ ২০২৪, ১৩:৩৮
অ- অ+

জাতীয় দলে তামিম ইকবালের ফেরা নিয়ে জল্পনা-কল্পনার শেষই হচ্ছে না।গেল বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় দেশের জার্সিতে টাইগার এই সাবেক অধিনায়কের ফেরা না ফেরা প্রসঙ্গ। সর্বশেষ বিপিএল শেষ করেই তামিম বলেছিলেন, বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে তবেই ঠিক করবেন জাতীয় দলে নিজের ভবিষ্যৎ।

সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন দ্রুতই তার (তামিম) সঙ্গে বসবেন দুই বোর্ড কর্মকর্তা। গতকাল রবিবার সেই বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

বৈঠকে তামিমের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং এনায়েত হোসেন সিরাজ। বৈঠকে তামিমের কথা শুনেছেন দুই বোর্ড পরিচালক এরপর সেই কথা জানাবেন বিসিবি সভাপতির কাছে। এমনটিই জানিয়েছেন জালাল ইউনুস।

জালাল বলেন, 'আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।'

গেল বছরের জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালে হুট করেই অবসরের ঘোষণা দিয়েছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর ভেঙে দলে ফেরার কথা জানিয়েছিলেন তামিম। সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে প্রত্যাবর্তনও করেন এই ওপেনার।

কিন্তু ভারত বিশ্বকাপের আগে আবারো দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। সেখান থেকে এখন পর্যন্ত দলের বাইরে রয়েছেন তিনি।

বিপিএল শেষেই মেরুদণ্ডের চিকিৎসার জন্য গিয়েছিলেন লন্ডন। শিরোপা উদযাপনটাও হয়নি ঠিকঠাক। দেশে ফিরেই মাঠে নেমেছেন তামিম ইকবাল। খেলছেন ডিপিএলে। এবারের আসরে তিনি খেলছেন প্রাইম ব্যাংকের জার্সিতে।

ঢাকা প্রিমিয়ার লিগে গেলো দুই মৌসুমে প্রাইম ব্যাংকের হয়ে খেলেছেন মোটে ৬ ম্যাচ। যদিও এই ৬ ম্যাচেই করেছেন ৩ সেঞ্চুরি। আপাতত জাতীয় দল থেকে দূরে থাকা তামিমকে এবার তাই পুরো মৌসুমই পাবে ঢাকা লিগের সাবেক চ্যাম্পিয়নরা।

চলতি বছরে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। যার মধ্যে তিনটি এই মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে এবং পরে রয়েছে আরও তিনটি ম্যাচ। যে কারণে ওয়ানডেতে চলতি বছর তামিম ইকবাল নাও ফিরতে পারেন। এ ছাড়া সাদা পোশাকের ক্রিকেটেও অনেকদিন যাবত দেখা যায় না তামিমকে।

(ঢাকাটাইমস/১১মার্চ/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাঙ্গুনিয়ায় আম গাছের চূড়া থেকে ৭ ঘণ্টা পর উদ্ধার  কিশোরী
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
ইতালির সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট এটনা ভয়ানক লাভা ছড়াচ্ছে
রোনালদোপুত্রের অভিষেকে পর্তুগালের জয়, পিতার আবেগঘন পোস্ট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা