দৌলতদিয়া ঘাটে পদ্মায় ডুবলো ট্রাক

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ মার্চ ২০২৪, ১২:২৪| আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১২:২৭
অ- অ+

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীতে ট্রাক ডুবির ঘটনা ঘটেছে। ফেরি থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক পদ্মা নদীতে পড়ে ডুবে যায় বলে প্রত্যক্ষদর্শী জানিয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক শাহীন শেখ (৩২)। পরে স্থানীয়রা ও ঘাট কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা এনায়েতপুরি ফেরি থেকে প্রাণ কোম্পানির একটি ট্রাক উপরে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। পরে চালক সাঁতার কেটে উপরে উঠলে তাকে চিকিৎসার জন্য গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। ট্রাকটি ভেসে প্রায় ১ কিলোমিটার দূরে চলে গেছে বলে জানান তারা।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক সালাউদ্দিন বলেন, সকাল ১০টার দিকে ৭ নম্বর ফেরিঘাট থেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে গেছে। আহত চালককে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়েছে। উদ্ধারকারী জাহাজকে বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১৪মার্চ/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তোপের মুখে সিদ্ধান্ত বদল, ৫ দিন আগেই সাতক্ষীরার হিমসাগর বাজারে
২১ আগস্ট গ্রেনেড মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের শুনানি চলছে
মাহবুবুল হক নান্নু'র বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, প্রতিবাদ জানাল মহিলা দলের সাধারণ সম্পাদক
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা