বোয়ালমারীতে আগুনে নিঃস্ব দুটি পরিবারকে সহায়তা প্রদান

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ মার্চ ২০২৪, ১৬:৫২
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে আগুনে পুড়ে নিঃস্ব দুটি পরিবারের পাশে দাঁড়িয়েছেন মুরাদ শিকদার। আগুনে পরিবার দুটির সব পুড়ে গেছে।

গত ৩ মার্চ বিকাল সাড়ে ৫টা দিকে উপজেলার চতুল ইউনিয়নের চতুল গ্রামের পূর্বপাড়া সোনা উল্লাহের বাড়িতে এ আগুন লাগে। এতে সহোদর দুই ভাইয়ের বসতঘরসহ পাঁচটি ঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা হলেন- চতুল পূর্বপাড়া গ্রামের সোনা উল্লাহর দুই ছেলে দিনমজুর জাহিদুল ইসলাম ও নসিমন চালক মফিজুর রহমান।

আগুন নিঃস্ব দুটি পরিবারের খবর পেয়ে তরুণ সমাজসেবক, আসন্ন বোয়ালমারী উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মুরাদ শিকদার ১৮ মার্চ সোমবার বিকালে ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় ক্ষতিগ্রস্ত পরিবার দুটিকে দুই বান্ডিল ঢেউ টিন দেন তিনি। এবং পরিবার দুটিকে ভবিষ্যতে সব ধরনের সহায়তা দেবেন বলে প্রতিশ্রুতিও দেন এই সমাজ সেবক। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজের সাবেক এজিএস মনিরুজ্জামান মনির।

ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান সোনা উল্লাহ জানান, গত ৩ মার্চ রবিবার বিকাল সাড়ে ৫টার দিকে মফিজুর রহমানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে ও হতদরিদ্র পরিবারের লাগোয়া পাঁচটি ঘর জ্বলতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি টিম ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে এলেও পরিবার দুটির সব পুড়ে ছাই হয়ে যায়।

(ঢাকা টাইমস/১৯মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘জুলাইয়ের শহীদদের পাশে আজীবন থাকবে জামায়াত’
তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ 
সম্পূরক শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার করার ওপর গুরুত্বারোপ আমীর খসরুর
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে সংশোধনীকে শক্তিশালী করতে চায় বিএনপি: সালাহউদ্দিন  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা