ঈদে বাড়ি ফেরা হলো না একই পরিবারের ৪ জনের

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ মার্চ ২০২৪, ১৫:৪৩
অ- অ+

ঈদে গ্রামের বাড়ি বেড়াতে আসা হলো না মাদারীপুরের কালকিনিরে কাজী পরিবারের চার সদস্যের। গোপালগঞ্জের মুকসুদপুরে বুধবার বেলা ১১টার দিকে ডোমরাকান্দিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়। এতে একই পরিবারের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের এমন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের স্বজনরা জানান, পারিবারিক কাজ ও আসন্ন ঈদ উপলক্ষে মাইক্রোবাসে ঢাকা থেকে গ্রামের বাড়ি কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুরে আসছিলেন কাজী পরিবারের তিন বোন, দুই ভাই আর এক ভাইয়ের স্ত্রী। এসময় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে যাচ্ছিল গ্লোবাল পরিবহনের একটি বাস। বিপরীত দিক থেকে আসছিল মাইক্রোবাসটি। ঘটনাস্থলে এলে বেপরোয়া গতির বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি দুর্ঘটনা ঘটে। এতে কাজী পরিবারের তিন বোন নাসিমা কাজী (৭০), সালমা কাজী (৬০), আসমা কাজী (৫৮) ও ভাইয়ের স্ত্রী কমল বেগম (৬৬) ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় দুই ভাই হুমায়ন কবির কাজী ও খায়রুর আলম কাজী গুরুতর আহত হন। এতে মাইক্রোবাস চালক আলমগীর (৪৫) ঘটনাস্থলে মারা যান। এদের মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে নিহতের স্বজন ও এলাকাবাসীর মধ্যে।

নিহতের ভাতিজা কাজী আসাদ বলেন, ‘আমরাও টিভিতে জেনেছি আমার তিন ফুফু ও এক চাচার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তারা মূলত সবাই ঢাকাতেই স্থায়ীভাবে বসবাস করেন। ঈদে গ্রামের মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ আর জমিজমা নিয়ে আলোচনার জন্যে বাড়িতে আসতেছিলেন। তাদের দাফনের বিষয় এখনো জানা যায়নি। পরিবারের অন্য সদস্যদের নিয়ে আলোচনা করে দাফনের স্থান নির্ধারণ করা হবে।’

(ঢাকা টাইমস/২০মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা