খালেদ-রানার বোলিং তোপে তিনশ’র আগেই থামল শ্রীলঙ্কা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে খালেদ আহমেদের ঝোড়ো বোলিংয়ে ৫৭ রানেই ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা। ৫৭ রানেই ৫ উইকেট হারানোর পর কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় তারা। এই দুই ব্যাটারের জুটিতে ভর করে ক্রমেই বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল লঙ্কানরা। অবশেষে জোড়া আঘাত হেনে এই দুই ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশকে আবারও খেলায় ফেরায় অভিষিক্ত নাহিদ রানা। যার ফলে কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার জোড়া সেঞ্চুরির পরও ২৮০ রানেই নিজেদের প্রথম ইনিংস শেষ করলো লঙ্কানরা।
শ্রীলঙ্কার হয়ে আজ ওপেনিংয়ে নামেন দিমুথ করুনারত্নে ও নিশান মাদুশকা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি খালেদ আহমেদ। খালেদ আহমেদের বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান নিশান মাদুশকা। তার বিদায়ে মাত্র ১ রানেই প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা।
১ রানে প্রথম উইকেট হারানোর পর কুশল মেন্ডিসকে নিয়ে জুটি গড়েন দিমুথ করুনারত্নে। এই দুই ব্যাটার শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন। এই জুটিতে ভর করে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়াতে থাকে শ্রীলঙ্কা। অবশেষে এই জুটিও ভাঙেন খালেদ। খালেদের বলে গালিতে জাকির হাসানের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ২৬ বরে ১৬ রান করা কুশল মেন্ডিস। তার বিদায়ে ভাঙে ৩৭ রানের জুটি।
কুশল মেন্ডিসের পর খালেদের তৃতীয় শিকার হয়ে সাজঘরে ফিরে যান দিমুথ করুনারত্নে। খালেদের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৩৭ বলে ১৭ রান করা দিমুথ করুনারত্নে। তার বিদায়ে ৪১ রানেই ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
কুশল মেন্ডিস ও দিমুথ করুনারত্নের পর খালেদের বলে রান আউটের শিকার হয়ে সাজঘরে ফিরে যান অ্যাঞ্জেলো ম্যাথুস। তার বিদায়ে ৪৭ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা।
৪৭ রানে ৪ উইকেট হারানোর পর জুটি গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্ডিমাল। তবে এই জুটিও বেশিদূর এগোতে পারেনি। দলীয় ৫৭ রানে দিনেশ চান্ডিমালের বিদায়ে ১০ রানেই ভেঙে যায় এই জুটি। ১৩ বলে ৯ রান করা দিনেশ চান্ডিমাল পেসার শরিফুলের বলে লেগ গালিতে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান।
দিনেশ চান্ডিমালের বিদায়ের পর কামিন্দু মেন্ডিসকে নিয়ে জুটি গড়েন ধনাঞ্জয়া ডি সিলভা। এই দুই ব্যাটার দেখেশুনে খেলতে থাকেন। তাদের জুটিতে ভর করে ২২ ওভারে ৯২ রান নিয়ে লাঞ্চ বিরতিতে যায় শ্রীলঙ্কা।
বিরতি থেকে ফিরে অর্ধশতক তুলে নেন এই দুই ব্যাটার। ধনাঞ্জয়া ডি সিলভা ৫২ বলে ও কামিন্দু মেন্ডিস ৫১ বলে তুলে নেন অর্ধশতক। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে বাংলাদেশকে কোনো সুযোগই দেননি তারা।
এই জুটির কল্যাণে ৪৪ ওভার ৬ বলে দলীয় ২০০ রান পূর্ণ করে শ্রীলঙ্কা। এরপর ৪৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৭ রান তুলে দ্বিতীয় সেশন শেষ করে তারা। চা পানের বিরতি থেকে ফিরে আরও ভয়ঙ্কর হয়ে এই জুটি। ৫১ বলে অর্ধশতক তুলে নেওয়ার পর ১২৭ বলে সেঞ্চুরি তুলে নেন কামিন্দু মেন্ডিস।
সেঞ্চুরি তুলে নেওয়ার পর আর নিজের ইনিংসকে আর বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। অভিষিক্ত নাহিদ রানার বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ভাঙে ২০২ রানের জুটি।
কামিন্দু মেন্ডিসের পর আরেক সেঞ্চুরিয়ান ধনাঞ্জয়া ডি সিলভাকেও ফেরান অভিষিক্ত নাহিদ রানা। নাহিদ রানার বলে মেহেদী হাসান মিরাজের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ধনাঞ্জয়া ডি সিলভা। এই দুই ব্যাটারের বিদায়ে আবারও খেলায় ফিরল বাংলাদেশ।
এই দুই সেঞ্চুরিয়ানের পর প্রভাত জয়সুরিয়াকেও ফেরান নাহিদ রানা। নাহিদ রানার বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন ১১ বলে ১ রান করা প্রভাত। তার বিদায়ে ২৬৫ রানে ৮ উইকেট হারায় শ্রীলঙ্কা।
২৬৫ রানে ৮ উইকেট হারানোর পর জুটি গড়েন বিশ্ব ফার্নান্ডো ও কাসুন রাজিতা। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি তাইজুল ইসলাম। তাইজুলের বলে লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান বিশ্ব ফার্নান্ডো। আউট হওয়ার আগে করেন ১৯ বলে ৯ রান।
শেষ পর্যন্ত ৬৮ ওভার খেলে সব উইকেট হারিয়ে ২৮০ রান তুলতে সক্ষম হয় শ্রীলঙ্কা। বাংলাদেশের হয়ে খালেদ আহমেদ ৩ টি, নাহিদ রানা ৩ টি, শরিফুল ইসলাম ১ টি ও তাইজুল ইসলাম ১ টি করে উইকেট নেন।
ঢাকাটাইমস/২২মার্চ/এনবিডব্লিউ)

মন্তব্য করুন