গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় জজ কোর্টের প্রসিকিউটর ও জেলা আ.লীগ নেতা নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ১৩:০২

মোটরসাইকেলের ধাক্কায় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জজকোর্টের স্পেশাল পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গামা (৭২) নিহত হয়েছেন।

শুক্রবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রণজিৎ কুমার টুঙ্গিপাড়া উপজেলার রূপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈয়ের ছেলে। তিনি জেলা শহরের পূর্ব থানাপাড়া এলাকার বাড়িতে থাকতেন।

পুলিশ জানায়, ঢাকা খুলনা মহাসড়কের শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত শেখ ফজলুল করিম সেলিম ল কলেজের নির্মাণাধীন ভবনের দেখাশুনা শেষে বাসায় ফেরার সময় রাতে অজ্ঞাত এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গুরুতর আহতাবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে গোপালগঞ্জ-২ আসনের এমপি শেখ ফজলুল করিম সেলিম শোক জানিয়েছেন। এছাড়া জেলা আওয়ামী লীগ, জেলা আইনজীবী সমিতি ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ্যাডভোকেট রনজিৎ কুমার বাড়ৈ গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর ছিলেন।

(ঢাকাটাইমস/২৩মার্চ/প্রতিনিধি/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :