এভাবে আমাকে একা করে দিলা মামুনি?: পূজা চেরি

বিনোদন প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ মার্চ ২০২৪, ১৬:১২
অ- অ+

এভাবে আমাকে একা করে দিলা মামুনি?

এইটা তো কথা ছিল না

তুমি না বলছিলা আমার পাশে সবসময় থাকবা ।

আমার এখন কি হবে ? আমি কাকে আমার সব কথা বলবো মামুনি ?

কত কথা জমা হয়ে আছে , ভেবেছিলাম তুমি সুস্থ হলে সব কথা গড়গড় করে বলবো ।

কিন্তু এইটা কি হলো ?

তুমি তোমার এই মেয়ের কথা চিন্তা করলে না ?

বুকে আটকে থাকা এই কষ্ট নিয়ে কীভাবে আমি সারাজীবন পার করবো ?

বলো তুমি ??? 

মা মাগো পারলে আমাকে মাফ করে দিও মা ।

একমাএ তুমি ছিলে যার সাথে হাসতাম , রাগ হলে চিল্লাতাম আবার অন্যের রাগও তোমার উপর ঝাড়তাম ।

আহ তখন কি যে শান্তি লাগতো ।

কিন্তু এখন !!

মামুনি বলারও কেও নাই ।

নিজেকে এখন স্বান্তনা দিচ্ছি সবাইকে চলে যেতে হয় ।

চিন্তা করো না মামুনি তোমার কাছে একদিন না একদিন আমিও আসবো ।

তোমার পিছু তোমার এই মেয়ে ছাড়বে না বলে দিলাম ।

ভালো থেকো মা আমার

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজব্রত শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ১৮৮ হাজি
৭ জেলায় দুপুরের মধ্যে ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
রংপুর-৪ আসনে নির্বাচন করবেন এনসিপির আখতার হোসেন
আমুর মুক্তির দাবিতে মিছিলে অংশ নেওয়ায় ছাত্রলীগ নেতা হাসানুল বারী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা