সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ০৯:১৯
অ- অ+

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) বিকালে নাসিক ৪নং ওয়ার্ডের বন্ধ মনোয়ার জুট মিল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, আটি ওয়াপদা কলোনি এলাকার মৃত গিয়াস উদ্দিন গেসুর ছেলে রবিউল (৩২), একই এলাকার মৃত আ. জব্বার মুন্সির ছেলে মো. আজিজুল ইসলাম(২২), আনোয়ার হোসেনের ছেলে মো. আদনান ওরফে আদু (২৩) দেলোয়ারে ছেলে মুসা (২২) ও সোনারগাঁও থানার মৃত বাচ্চু শেখের ছেলে মো. হাফিজ শেখ (২৩)।

পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে কাটার, সুইস গিয়ার, চাকু, রামদা ও লোহার রড উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সর্দার সাহেব আলীসহ আরও দুই সদস্য পালিয়ে গেছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর জানান, একটি ডাকাত চক্রের ডাকাতির প্রস্তুতি নেওয়ার খবরে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে অভিযুক্তদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৭মার্চ/প্রতিনিধি/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভয়াবহ আর্থিক সংকটে দেশের ৬ বিশেষায়িত ব্যাংক, খেলাপি ঋণ-মূলধন ঘাটতিতে বিপর্যয়
লুকিয়ে রাখা বাচ্চা আমার কাছে পৌঁছে দিলে ২০ হাজার ডলার দেব: তানজিন তিশা
মা-ছেলেমেয়েকে হত্যা: আড়াই ঘণ্টা অপেক্ষার পর আর ‘স্বীকারোক্তি দেননি’ বাচ্চু মেম্বার
আজ হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনে দ্বিতীয় দিনের শুনানি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা