রাজধানীর ধোলাইপাড়ে পুলিশ কনস্টেবলের স্ত্রীর ‘আত্মহত্যা’

রাজধানীর ধোলাইপাড়ে এক পুলিশ কনস্টেবলের স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি স্বামীর। ওই নারীর নাম পিংকি শাহা (৩৪)।
মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে ধোলাইপাড়ের দীপ্তি গলির ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
নিহতের স্বামী পুলিশ কনস্টেবল শিবু সাহা বলেন, ‘সন্ধ্যায় বাথরুমে গিয়ে কাপড় টানানোর অ্যাঙ্গেলের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয় পিংকি। অনেক সময় পেরিয়ে গেলেও বের না হওয়ায় বাথরুমের দরজায় নক করি। কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখি।’
শিবু সাহা জানান, সেখান থেকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয় পিংকি সাহাকে। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে তার স্ত্রী আত্মহত্যা করেছেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি স্বামী কনস্টেবল শিবু সাহা।
তিনি বলেন, ‘সারাদিন ভালোই ছিল। সন্ধ্যায় একসঙ্গে নাস্তা করি। রুমে আমার ৮ বছর বয়সি একমাত্র ছেলে ছিল। আমি বাসার নিচে গিয়েছিলাম। ফিরে এসে পিংকিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।’
জানা গেছে, নিহত পিংকি শাহার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরজাঙালিয়া গ্রামে। স্বামীর সঙ্গে তিনি ধোলাইপাড় দীপ্তি গলিতে ভাড়া বাসায় থাকতেন। তার স্বামী শিবু সাহা পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত।
(ঢাকাটাইমস/২৭মার্চ/এজে)

মন্তব্য করুন