নারায়ণগঞ্জে বাসের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মার্চ ২০২৪, ২১:২৫
অ- অ+

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ছনপাড়ায় দায়িত্ব পালনকালে বাসের ধাক্কায় আব্দুল গফুর নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় মান্নান নামে আরেক পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুরের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি নারায়ণগঞ্জ ট্র্যাফিক বিভাগে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছনপাড়ায় দায়িত্ব পালনকালে নরসিংদী থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-০২৪৭) পুলিশ সদস্য গফুর ও মান্নানকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাদের রূপগঞ্জের ইউএস বাংলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে গফুরের মৃত্যু হয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।

(ঢাকা টাইমস/২৭মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের ৭টি অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভোলায় সন্তানের গলায় অস্ত্র ধরে গৃহবধূকে ‘ধর্ষণ’
গাজায় ইসরাইলি হামলায় একদিনে আরও ৭৪ ফিলিস্তিনি নিহত
Blending the Education with Nature
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা