ডি মারিয়াকে হত্যার হুমকি দেওয়া তিন দুর্বৃত্ত গ্রেপ্তার

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১২:০১ | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১১:৪৭

আর্জেন্টিনার ফুটবল সাফল্যের অন্যতম বড় কাণ্ডারি আনহেল ডি মারিয়া। রোজারিও শহর থেকে উঠে আসা এই তারকা কোপা আমেরিকার ফাইনালে করেছিলেন জয়সূচক গোল। এরপর ফিনালিসিমা এবং বিশ্বকাপের ফাইনালেও গোল ছিল তার। শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে খেলে ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেয়ার পর মৃত্যু-হুমকি পেয়েছিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফুটবলার অ্যাঞ্জেল ডি মারিয়া।

তার পরিবারের কোনো এক সদস্যকে মেরে ফেলার হুমকি দেয় দুর্বৃত্তরা। একটি গাড়িতে করে এসে ডি মারিয়ার সান্তা ফের বাড়িতে হুমকিবার্তা ফেলে যায় তারা। তাদের মধ্যে থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে আর্জেন্টিনার আইনশৃঙ্খলা বাহিনী।

হুমকি-বার্তা দিতে একটি ধূসর গাড়িতে করে এসেছিল দুর্বৃত্তরা। সেটার সূত্র ধরেই বুধবার (২৭ মার্চ) ৩ জনকে গ্রেপ্তার করেছে পাবলো অ্যাকোট্টোর টিম। তার সঙ্গী ছিলেন বেলেন গুতিরেজ ও ইসমাইল পাস্তোর। বিষয়টি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া বুলরিচ। খবর টিওয়াইসি স্পোর্টসের।

গ্রেপ্তার হওয়াদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। এদের একজনের বিরুদ্ধে মাদক নিয়ে তদন্ত শুরু হয়েছে। আটক হওয়ার আগে নিজ নিজ বাড়ি থেকে পালানোর চেষ্টা করেন তারা। যদিও শেষ পর্যন্ত পাবলো অ্যাকোট্টোর টিমকে ফাঁকি দিতে পারেননি তারা।

বর্তমানে পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলছেন ডি মারিয়া। তবে গত সপ্তাহে তিনি জানিয়েছিলেন, শৈশবের ক্লাব রোসারিও সেন্ট্রালে খেলে ক্যারিয়ারের ইতি টানতে চান। সেই ঘোষণার পরেই হুমকি পান এই উইঙ্গার।

রোসারিও শহরের কুখ্যাতি মাদক সংক্রান্ত সহিংসতার জন্য। সেই শহরের একটি নিরাপত্তাবেষ্টিত আবাসিক এলাকায় বাড়ি ডি মারিয়ার। দেশে ফিরলে সেই বাড়িতেই থাকেন তিনি। সোমবার (২৫ মার্চ) ভোরে সেই এলাকাতেই হুমকি সংবলিত কাগজ ছুড়ে ফেলে যায় অজ্ঞাত কয়েকজন মানুষ। একটি ধুসর গাড়ি থেকে সেই কাগজ ছুড়ে মারা হয়। সেই কাগজে ডি মারিয়ার উদ্দেশ্যে লেখা ছিল, আর্জেন্টাইন তারকা যদি শহরে ফেরেন, তাহলে প্রাদেশিক গভর্নর ম্যাক্সিমিলিয়ানো পুয়ারোও ডি মারিয়া ও তার পরিবারের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না।

ঠিক কোনো ভাষায় ডি মারিয়াকে হুমকি দেয়া হয়েছে, তা আর্জেন্টাইন পুলিশের বরাত দিয়ে প্রকাশ করে আর্জেন্টাইন নিউজ পোর্টাল ইনফোবে। তাদের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘তোমাদের ছেলে অ্যাঞ্জেলকে বলো রোসারিওতে না ফিরতে। সে যদি ফেরে, তোমাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে আমরা খুন করব। পুয়ারোও তোমাদের বাঁচাতে পারবে না। আমরা শুধু কাগুজে বার্তাই ফেলে যাই না, আমরা বুলেট আর লাশও ফেলে যাই।’

(ঢাকাটাইমস/২৮মার্চ/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

তাসকিনের বিশ্বকাপ খেলা নিয়ে বড় সুখবর দিলেন শান্ত

সাইফউদ্দিনের বদলে সাকিবকে দলে নেওয়ার নতুন ব্যাখ্যা দিলেন হাথুরু-শান্ত

বিশ্বকাপে বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা: হাথুরু

বাংলাদেশি পেসারকে নিজেদের দলে নিতে চান ভারতীয় অধিনায়ক

বিশ্বকাপের ফটোসেশন সারলেন শান্ত-সাকিবরা

বিকালে শান্ত-সাকিবদের সঙ্গে সাক্ষাৎ করবেন ডোনাল্ড লু

৪২ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরল অ্যাস্টন ভিলা

পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যাচ্ছেন এমবাপ্পে, দাবি লা লিগা সভাপতির

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি আসর খেলার রেকর্ড সাকিব-রোহিত শর্মার

বিশ্বকাপ স্কোয়াডে সাইফউদ্দিনকে না রাখায় অবাক হয়েছি: কোচ নাজমুল আবেদীন

এই বিভাগের সব খবর

শিরোনাম :