রুহুল আমিন হাওলাদারের বড় ভাই সুলতান আহমেদ মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২৮ মার্চ ২০২৪, ১৪:৪৭

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারের বড় ভাই ‌পটুয়াখালী জেলা জাতীয় পার্টির সভাপতি সুলতান আহমেদ হাওলাদার (৭৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সুলতান আহমেদ হাওলাদার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ বৃহস্পতিবার বাদ আছর রাজধানীর গুলশান-২ নম্বরে আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ হবে শুক্রবার বিকাল ৩টায় পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ মাঠে। পরে স্থানীয় স্মৃতিসৌধ এবং আংগারিয়া ইউনিয়ন পরিষদ স্মৃতিসৌধে মরহুমের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে ‌বাদ আছর নিজ বাড়ির জামে মসজিদে তৃতীয় জানাজার নামাজ হবে। সব কার্যক্রম শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সুলতান আহমেদ হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের। তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জাতীয় পার্টির চেয়ারম্যান শোক বিবৃতিতে বলেন, “সুলতান আহমেদ হাওলাদার একজন ভালো মানুষ ছিলেন। তিনি অত্যন্ত ভদ্র নম্র ও ‌বিনয়ী স্বভাবের আদর্শবান দক্ষ ও অভিজ্ঞ রাজনৈতিক নেতা ছিলেন। তার মৃত্যুতে পটুয়াখালী জেলা হারালো একজন অভিজ্ঞ অভিভাবক আর আমরা হারালাম একজন রাজনৈতিক সাংগঠনিক দক্ষ সহযোদ্ধা। পটুয়াখালী জেলা শাখার জাতীয় পার্টির যে রাজনৈতিক শূন্যতা হলো তা সহসাই পূর্ণ হওয়ার নয়। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত ও মর্মাহত।”

অপর এক শোকবার্তায় জাতীয় পার্টির মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু গভীরভাবে সমবেদনা জানান। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। (ঢাকাটাইমস/২৮মার্চ/জেবি/এফএ)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

ক্ষমতায় যেতে বিদেশি প্রভুদের দাসত্ব করে বিএনপি: ওবায়দুল কাদের

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী আব্দুস সামাদের সমাধিতে আ.লীগের  শ্রদ্ধা

অসুস্থ নেতাকর্মীদের দেখতে হাসপাতালে যুবদল নেতা মুন্না

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আইন উপসম্পাদক হলেন জার্জিস বিন এরতেজা

রাজধানীর ৩৫টি স্পটে যুবলীগের সুপেয় পানি, স্যালাইন ও ছাতা বিতরণ

ওলামা দলের ৫ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

প্রভূ রাষ্ট্রের পরিকল্পনায় ফরিদপুরে দুই সহোদরকে হত্যা করা হয়েছে: রাশেদ প্রধান

বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া

যদি বন্ধু হও সীমান্তে অহরহ গুলি কেন, ভারতকে ফারুক

শনিবার স্কুল খোলা রেখে শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে: রিজভী

এই বিভাগের সব খবর

শিরোনাম :