ভাঙ্গা-রূপদিয়া রুটে দ্রুতগতির ট্রেন ট্রায়াল রান, ছুটলো ১২০ কিলোমিটার বেগে

প্রথমবারের মতো মালবাহী তিনটি বগি ও দুই পাশে দুই ইঞ্জিন নিয়ে ফরিদপুরের ভাঙ্গা রেলওয়ে জংশন থেকে যশোরের রূপদিয়া স্টেশনের দিকে পরীক্ষামূলকভাবে ট্রেন ট্রায়াল রান করা হয়েছে। সকাল পৌনে ৯টার সময় ভাঙ্গার বামনকান্দা রেলওয়ে জংশন থেকে ট্রায়াল ট্রেন যাত্রা শুরু করে যশোরের রূপদিয়া স্টেশন পর্যন্ত ৮৩.৩ কিলোমিটার পথ পাড়ি দেয়। এসময় ট্রেনের গতি ছিল সর্বোচ্চ ১২০ কিলোমিটার।
রেলওয়ে বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শামীম হোসেন জানান, ব্রডগেজ রেললাইন দিয়ে পরীক্ষামূলক সর্বোচ্চ গতির ট্রেনের ট্রায়াল রান হয়েছে আজ। আমরা সড়কটির অবস্থা বোঝার চেষ্টা করেছি, মালবাহী বগি নিয়ে একবার গিয়েছি আবার ফিরেছি, আবার যাত্রীবাহী বগি নিয়ে রুপদিয়া গিয়েছি আবার ফিরেছি। এভাবে আগামীকাল দুইবার যাতায়াত করবে।
আমরা আগামী দুই মাস এভাবেই ট্রায়াল করবো। তারপর জুনের সম্ভাবনা রয়েছে আনুষ্ঠানিকভাবে যাত্রী পরিবহনের।
তিনি জানান ট্রাই করার আগে দুর্ঘটনা এড়াতে স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ অধিক গতি সম্পন্ন ট্রেন অঞ্চল এটাই প্রথম।
ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী এ বিষয়ে বলেন, নতুন ট্রেনের এই সংযোগের মাধ্যমে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমের দূরত্ব কমবে ১৯৩ কিলোমিটার। পদ্মা সেতু নিয়ে আরও একটি স্বপ্ন পূরণের আর এক ধাপ দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ। পদ্মা সেতু হয়ে রেলপথে রাজধানীতে পৌঁছানোর এ অঞ্চলের মানুষের স্বপ্ন এখন হাতছোঁয়া দূরত্বে। সড়কপথের পর এবার ট্রেনে সহজে ঢাকায় যাওয়ার আরও এক ধাপ অগ্রগতি হলো।
রাজধানী ঢাকার সঙ্গে রেল পথের নতুন মাত্রায় খুশি স্থানীয় সাধারণ মানুষও ।
কথা হয় ভাঙা জংশনে আব্দুল মান্নান, দিলীপ দাস, হারুন অর রশিদের সঙ্গে। তারা সকলেই জানান ট্রেনের এই সংযুক্তির মধ্য দিয়ে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিম অঞ্চলের যোগাযোগের ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ হবে। কারণ ফরিদপুর, যশোর, মাগুরা ও নড়াইলসহ এই অঞ্চলের মানুষের প্রধান কাজ কৃষি। তাদের উৎপাদিত কৃষি পণ্য রাজধানীতে নিতে অনেক ব্যয় হয়। ট্রেন চালু হলে কমবে পণ্যের ট্রানজিট খরচ। এতে ভোক্তারা ন্যায্য মূল্যে পণ্য পাবে।
ভাঙ্গা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জিল্লুর রহমান জানান, ট্রায়ালের প্রথম দিন ট্রেনটি চালক হিসেবে ছিলেন সাখাওয়াত হোসেন, এছাড়াও বাংলাদেশ রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, চায়না ইঞ্জিনিয়ারিং কোম্পানির (CRC) প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন