ফরিদপুরে সুলভ মূল্যে দুধ ডিম মাংস বিক্রি শুরু 

ফরিদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪, ১৭:০৮| আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ১৭:১৭
অ- অ+

'মাননীয় প্রধানমন্ত্রীর উপহার, সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার' স্লোগানে ফরিদপুর জেলা প্রাণিসম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার সকালে শহরের ব্রহ্ম সমাজ সড়কে এ কার্যক্রমের উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম তালুকদার।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস, ডেইলি ফার্ম অ্যাসোসিয়েশন, ফরিদপুরের সভাপতি মীর কাসেম আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, এ আয়োজনের মাধ্যমে জেলার নিম্ন আয়ের মানুষেরা পুষ্টিকর খাবার সংগ্রহ করতে পারবেন।

তিনি বলেন, বাজারের তুলনায় এখান থেকে কম মূল্যে দুধ, ডিম ও মাংস সংগ্রহ করতে পারবেন ক্রেতারা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সঞ্জীব কুমার বিশ্বাস জানান, এখান থেকে প্রতি কেজি মাংস ৬০০ টাকায়, প্রতি কেজি দুধ ৬০ টাকায় এবং ১১টি ডিম ১০০ টাকায় সংগ্রহ করতে পারবেন ক্রেতারা। ঈদের আগের দিন পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে।

(ঢাকা টাইমস/০৩এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ: মোটরসাইকেল ও অফিস ভাঙচুর, হাসপাতালে ভর্তি ৫
বিএনপি মানবিক বাংলাদেশ গড়তে চায়: আমিনুল হক 
অভ্যুত্থানের পর সরকারের কর্তব্য ছিল শিক্ষাখাতের সংস্কারে মনোযোগ দেওয়া: সাকি
৫ রোহিঙ্গাকে বাংলাদেশে পুশ-ইন করেছে বিএসএফ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা