গবেষণা চুরির দায়ে জবির তিন শিক্ষকের পদোন্নতি স্থগিত 

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪, ১৯:২০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দর্শন বিভাগের দুই শিক্ষকের বিরুদ্ধে গবেষণা চুরি ও একজন শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে পদোন্নতি গ্রহণের অভিযোগে পদোন্নতি স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম সিন্ডিকেট।

বুধবার উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ঢাকা টাইমসকে একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অভিযুক্ত তিনজন শিক্ষক হলেন- মো. আব্দুস সালাম, মো. জসিম খান এবং মর্জিনা খাতুন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. আইনুল ইসলাম বলেন, দর্শন বিভাগের তিন শিক্ষকের পদোন্নতি প্রত্যাহার করা হয়েছে৷ তাদের গবেষণা চুরির বিষয়টি বিভিন্ন জাতীয় সংবাদমাধ্যমে প্রচার হওয়ার ফলে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত ৭ মার্চ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ফরিদ আহমেদ গবেষণা চুরি ও অবৈধ পদোন্নতির অভিযোগ এনে ওই তিন শিক্ষকের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন।

(ঢাকা টাইমস/০৩এপ্রিল/এসএ)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :