বাহরাইনে হেরার আলো হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাহরাইন প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:০৯

মাহে রমজান উপলক্ষে কিশোর মেলা বাহরাইনের আয়োজনে হেরার আলো হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দেশটির মোহাররক শহরের আলিসলাহ অডিটোরিয়ামে স্থানীয় সময় বিকেল ৪ টায় সংগঠনের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্ব ও তোফায়েল রেজার পরিচালনায়,

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্কুল বাহরাইনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মইজ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন তা'লিমুল কোরআন বাহরাইনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার যায়নুল আবেদিন, ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ, মাজহারুল হক নয়ন, ইঞ্জিনিয়ার বদরুল আলম, খাইরুল বাশার, সিরাজুল ইসলাম,

বাংলাদেশ স্কুলের প্রিন্সিপাল অরুণ নায়ের, মো. জসিম উদ্দিন, মো. সেলিম, মোহাম্মদ হানিফ, আল আমিন, আব্দুল হান্নান, মাজহারুল ইসলাম বাবু, সিরাজুল ইসলাম চন্নু, রফিকুল ইসলাম আকন সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ,

হেরার আলো হিফজুল কুরআন প্রতিযোগিতায় ২০০ ছাত্র অংশ গ্রহণ করেন। ৫ ধাপ পার করে ১৯ জন ছাত্র গ্রান্ড ফাইনালে এসেছে।

ইফতারের আগ মুহূর্তে বাহরাইন প্রবাসীসহ দেশ-বিদেশের সকলের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

(ঢাকাটাইমস/৬এপ্রিল/এআর)

সংবাদটি শেয়ার করুন

প্রবাসের খবর বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :