পর্তুগাল যুবলীগের উদ্যোগে লিসবনে ইফতার ও দোয়া মাহফিল

পর্তুগাল প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ এপ্রিল ২০২৪, ২২:০৮| আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ২২:৪০
অ- অ+

পবিত্র মাহে রমজা উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে বাঙালি অধ্যুষিত এলাকার একটি রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাজনীতিবিদ, পেশাজীবী, আলেম-উলামা সাংবাদিকদের সম্মানে পর্তুগাল যুবলীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পর্তুগাল যুবলীগ নেতা আহম্মেদ লিটনের সভাপতিত্বে ও যুবলীগ নেতা শাহীন আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আওয়ামী লীগ নেতা রনি হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে রনি হোসেন বলেন, খুব শিগগিরই কেন্দ্র থেকে পর্তুগাল আওয়ামী লীগ যুবলীগসহ অঙ্গ সংগঠনগুলোর জন্য চমক আসছে। এজন্য আমাদের সকল বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বঙ্গবন্ধুকন্যার হাতকে আরও শক্তিশালী করে দেশ জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে।

অন্যদের মধ্যে পর্তুগালা আওয়ামী লীগ নেতা মাসুম আহমেদ, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিপলু আহমেদ, পর্তুগাল ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সিনিয়র সহ-সভাপতি মিলন বেপারী, পর্তুগাল ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাফি আদনান আকাশ ও নারী উদ্যোক্তা লাবনী খাতুন উপস্থিত ছিলেন।

এছাড়া ব্যবসায়ী, আলেম-ওলামা, গণমাধ্যমকর্মী, পর্তুগাল বাংলা সাহিত্য সংসদের নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদকসহ পর্তুগাল আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/০৬এপ্রিল/পিএস/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অপারেশন ডেভিল হান্ট: লোহাগাড়ায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
২৪ ঘণ্টায় সারা দেশে গ্রেপ্তার ১৫২১
অপারেশন ডেভিল হান্ট: সাতক্ষীরায় বনদস্যুদের দুই সহযোগী আটক
ভুঁইফোড় সংগঠনের ব্যানারে আন্দোলন: টার্গেট চাঁদাবাজি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা