পুনরায় কবে চেন্নাইয়ে যোগ দেবেন মুস্তাফিজ, জানা গেল সময়

চলতি বছরের পহেলা জুন পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। এবারের আসর অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে। বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের সম্ভাব্য ক্রিকেটাররা ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে। এই কাজের জন্যই মঙ্গলবার (২ এপ্রিল) ঢাকায় এসেছিলেন মুস্তাফিজ।
ভিসার কাজ সারতে দেশে আসায় গতকাল আইপিএলে চেন্নাইয়ের হয়ে ম্যাচ খেলা হয়নি মুস্তাফিজের। শুরুতে ধারণা করা হয়েছিল, ৪ তারিখেই ভিসার কাজ শেষ করেই আবার ভারত যাবেন ফিজ। তবে সেটি শেষ পর্যন্ত আর হয়নি। ভিসার কাজ সম্পন্ন না হওয়ায় এখনো মুস্তাফিজ বাংলাদেশেই অবস্থান করছেন।
মুস্তাফিজ পুনরায় কবে চেন্নাই দলে যোগ দেবেন এই প্রশ্ন অনেকেরই। অবশেষে ফিজের আইপিএল যাওয়ার দিনক্ষণ জানা গেল। সবকিছু ঠিক থাকলে রবিবার (৭ এপ্রিল) পুনরায় আইপিএল খেলার উদ্দেশ্যে দেশ ছাড়বেন ফিজ। এবারের আসরে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে খেলছেন তিনি।
একদিকে মুস্তাফিজুর রহমান নেই, অন্যদিকে চোটের কারণে একাদশের বাইরে মাথিশা পাথিরানা। ডেথ ওভারের বড় দুই অস্ত্রকে হারিয়ে একপ্রকার দিশেহারা চেন্নাই সুপার কিংস। রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বাধীন দলটি নিজেদের সর্বশেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে পাত্তাও পায়নি। পরবর্তীতে মুস্তাফিজদের মিস করার কথা জানান চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং। তবে পরের ম্যাচে বাংলাদেশি এই পেসারের খেলার সম্ভাবনা রয়েছে!
আগামীকাল (সোমবার) কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামবে চেন্নাই। তার আগে আজই (রবিবার) চেন্নাইয়ের উদ্দেশে উড়ার দেওয়ার কথা রয়েছে ফিজের। এর পরদিন তাকে খেলানো হবে কি না, সেটি নির্ভর করছে টিম ম্যানেজমেন্টের ওপর। ম্যাচটি ঘরের মাঠ চিপকের এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
ঘরের মাঠ বলেই ফিজের খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তার ওপর চার ম্যাচে টানা দ্বিতীয় হারে কিছুটা ব্যাকফুটে চলে গেছে চেন্নাই। তাই ফ্র্যাঞ্চাইজিটি দ্রুতই ফিজকে ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে। এর আগের ম্যাচে মুস্তাফিজকে না পাওয়ার বিষয়টি নিয়ে কোচ ফ্লেমিং বলেন, ‘কোনো সন্দেহ নেই (তাকে মিস করেছি), তবে এটা আইপিএলের অংশ। সে এখানে নেই, ফলে ব্যবহারেরও সুযোগ নেই তাকে।’
(ঢাকাটাইমস/৭এপ্রিল/এনবিডব্লিউ)

মন্তব্য করুন