বিশ্বকাপে সম্মান পাননি, জাতীয় দলের সঙ্গে আর থাকতে চান না সুজন

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৪, ১৬:০৫

দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যুক্ত খালেদ মাহমুদ সুজন। দলের পরিচালক হিসেবে লম্বা সময় ছিলেন। হয়ে উঠেছিলেন টিম ম্যানেজমেন্টের গুরুত্বপূর্ণ অংশ। তবে ভারত বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশ জাতীয় দলের বাইরে আছেন তিনি। টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করা বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বিশ্বকাপে যোগ্য সম্মান পাননি বলে অভিযোগ তুলেছেন। এমনকি বাংলাদেশ জাতীয় দলের আর কোনো দায়িত্বে ফিরতে চান না মন্তব্য করেছেন।

আজ (রবিবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবিরর এই পরিচালক। এই সময় সুজন বিশ্বকাপ প্রসঙ্গ টেনে এনে বলেন, 'আমি মনে হয় সমাধান না এখন বাংলাদেশ ক্রিকেটের। বাংলাদেশের আছে ভালো সমাধান। আর আমি এটাতে ইন্টারেস্টেডও (আগ্রহী) না। আমি মনে করি আমি ভালো চাকরি করছি। শেষ বিশ্বকাপে যা করেছি আমি মনে করি আমার ক্রিকেট ক্যারিয়ারের সাথে ওটা যায় না আসলে। হয়তোবা আমি এত বড় কোচ না তারপরও আমার সম্মান আছে। আর আমার মনে হয় সেই সম্মানটা আমি শেষ বিশ্বকাপে পাইনি। সুতরাং আমি ওটা করতেও চাই না আর কোনোদিনও।

সুজন আর এসব পদে যেতে চান না দাবি করে বলেন, 'আমি ওসব পদে যেতে চাই না। আমি খুশি আমার জীবন নিয়ে। আমি আবাহনীর কাজ করি, বিপিএলে কাজ করি, রাজশাহীতে ক্রিকেট একাডেমিতে কাজ করি। আমার দেশের ক্রিকেটের উন্নতির জন্য জন্য যদি কোনো সাহায্য করতে হয় করব। কিন্তু জাতীয় দলের ওই অ্যাসাইনমেন্টগুলো আমার জন্য ঠিক না আমি ডিজার্ভ করি না।'

এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসানকে অনুরোধ করেছেন তাকে জাতীয় দলের সঙ্গে আবার যুক্ত না করার জন্য, 'পাপন ভাই আমার অধিনায়ক। উনি আমাকে যখন বলবেন যে ফাইন লেগে ফিল্ডিং করতে আমি করবো। কিন্তু আমি মনে করি উনি আর আমাকে বলবেন না ফাইন লেগে ফিল্ডিং করতে। আমি মনে করি আমি কোন সলিউশন না এখন আর। পাপন ভাইকে আগের মতোই সম্মান করি। কিন্তু আমি অনুরোধ করি পাপন ভাইকে যেন উনি আমাকে আর এ বিষয়ে কোন কাজ করতে না বলেন।'

(ঢাকাটাইমস/৭এপ্রিল/এনবিডব্লিউ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

লিটন রান না পেলেও তার কঠোর পরিশ্রমকে গুরুত্বপূর্ণ বললেন ব্যাটিং কোচ

তামিম-হৃদয়ের ব্যাটিং নিয়ে যা বললেন বাংলাদেশের ব্যাটিং কোচ

চট্টগ্রামে বিশ্রামের দিনে ‘পঞ্চপাণ্ডবের’ ছবি পোস্ট করে স্মৃতিকাতর মাহমুদউল্লাহ

একজন টেনিস খেলোয়াড় তৈরি করব, যার জন্য দেশবাসী গর্ব করবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাকিস্তান-ভারত ম্যাচের টিকিটের দাম বেড়ে দ্বিগুণ!

নিজেদের জয়ের সঙ্গে বার্সেলোনার পরাজয়ে আজই শিরোপা জিতবে রিয়াল

বিশ্বকাপজয়ী ডি মারিয়াকে দলে ভেড়ানোর চেষ্টায় মিয়ামি

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারানোর ম্যাচে জাকেরের গায়ে উঠল মেরুন জ্যাকেট

এবার বাজারে আসছে মেসির হাইড্রেশন পানীয়

বাংলাদেশের বিপক্ষে হারের কারণ হিসেবে যা বলছে জিম্বাবুয়ে

এই বিভাগের সব খবর

শিরোনাম :