বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন দেখুন ছবিতে

বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনে হাজার হাজার মানুষ হতাহতের বিষয়টি সকল মুসলিমকে ব্যথিত করেছে।
মূলত আরবি বর্ষপঞ্জি চাঁদভিত্তিক হওয়ার কারণে আজ বুধবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশাপাশি এশিয়া, আফ্রিকা ও পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশেও ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, ইয়েমেন, মিশর, তিউনিশিয়া, সুদান, আলজেরিয়া, মৌরিতানিয়া, তুরস্ক ও থাইল্যান্ডসহ বিশ্বের বহু দেশ।
এসব দেশের ঈদ উদযাপনের কিছু চিত্র তুলো ধরা হল-
সৌদি আরবের বাদশাহ সালমান জেদ্দার আল-সালাম প্রাসাদে বেশ কয়েকজন রাজপুত্র এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঈদের নামাজ আদায় করেন এবং ক্রাউন প্রিন্স মক্কার মসজিদ আল-হারামে তার ঈদের নামাজ আদায় করেন।
বিশ্বের বৃহত্তম মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় রিসর্ট দ্বীপ বালির ডেনপাসার শহরে বজরা সন্ধি মনুমেন্টে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসল্লিরা।
অস্ট্রেলিয়ার সিডনি শহরের লাকেম্বা মসজিদে দেশটিতে ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।
এশিয়ার আরেক দেশ ফিলিপাইনের মেট্রো ম্যানিলার কুইজন সিটির কুইজন মেমোরিয়াল সার্কেলে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন মুসলমানরা।
ঈদের নামাজের মাধ্যমে মুসলিমদের ঈদের দিনটি শুরু করেন ধর্মপ্রাণ মুসলিমরা। তবে গাজার বেশির ভাগ মসজিদই ইসরায়েলি বোমার আঘাতে ধ্বংসস্তুপে পরিনত হয়েছে। ফলে মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন ফিলিস্তিনিরা।
বুধবার গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরের আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেখা যায়।
এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপন হচ্ছে।
(ঢাকাটাইমস/১০এপ্রিল/এমআর)

মন্তব্য করুন