ঈদের আনন্দ মাটি, আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

শরিয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৪, ১৩:৩২

ঈদের আনন্দ মাটি হয়ে গেলে ৩০ ব্যবসায়ীর। আগুনে পড়ে ভস্মিভূত হয়েছে তাদের দোকান।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঈদের নামাজ শুরুর ঠিক আগ মুহূর্তে শরীয়তপুরের জাজিরা উপজেলার মাঝির ঘাট বাজারে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, সকালে বাজারের ইউনুস খানের মুদির দোকান থেকে আগুনের সুত্রপাত ঘটে। মুদি দোকানটির আশেপাশে জ্বালানি তেল গ্যাসের কয়েকটি দোকান থাকায় দ্রুত আগুন অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। এতে বাজারের ২৮ থেকে ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় তাদের ঈদের আনন্দ উড়ে গেছে মুহূর্তে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সালমান ফারসী বলেন, আমার দোকানে মুদি মালামাল ভোজ্য তেলের পাশাপাশি কাঁচা মালসহ অন্তত ১৫ লাখ টাকার মালামাল ছিল। সকালে দোকান বন্ধ করে বাসায় গিয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় শুনি আমার দোকানে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই আমার সারাজীবনের পুঁজি পুড়ে ছাই হয়ে গেছে।

আগুনে পুড়ে গেছে রাসেল মাতবর নামে এক ব্যবসায়ীর ৪টি দোকান। তিনি বলেন, আমার চারটি দোকান ছিল, যা ভাড়া দিয়ে আয় করে থাকি। ঈদের দিন এমন ক্ষতি হয়ে যাবে ভাবতেও পারিনি।

মাঝিরঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. জসিম উদ্দিন বলেন, বাজারটি পদ্মা নদীর কাছাকাছি এলাকায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। ঈদের সকালে এমন আগুনে ব্যবসায়ীরা মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও জানান তিনি।

ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের ওয়ার হাউজ ইন্সপেক্টর শংকর বিশ্বাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে বাজারের ২৮ থেকে ৩০টি দোকান পুড়ে গেছে বলে জানান তিনি।

(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :