গাজীপুরে অটোচালকের মরদেহ উদ্ধার

গাজীপুরের পূবাইলে কবির হোসেন (৪৫) নামে এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ।
বুধবার দিবাগত রাত তিনটার সময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পূবাইল থানার ৪২নং ওয়ার্ডের পদহারবাইদ কালু মার্কেট সংলগ্ন এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় কবির হোসেনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কবির চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার ষৌলদানা গ্রামের মৃত শহিদ হোসেনের ছেলে। তিনি কয়েক বছর যাবৎ মাজুখান এলাকায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।
পুলিশ সূত্রে জানা যায়, রাতে টহলরত অবস্থায় পুলিশ সদস্যরা জানতে পারে রাস্তার পাশে এক ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ছিনতাইকারীরা ফেলে রেখে গেছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন । নিহত ব্যক্তির শরীরে ছুরিকাঘাতের আঘাত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে অটো নিয়ে চলে গেছে ।
পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা রয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
(ঢাকাটাইমস/১১এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন