বেপরোয়া গতিতে খাদে পড়ল সিএনজি অটোরিকশা, নিহত ২

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ এপ্রিল ২০২৪, ১২:৫০| আপডেট : ১৩ এপ্রিল ২০২৪, ১৩:০০
অ- অ+

পটুয়াখালীর কলাপাড়ায় বেপরোয়া গতির একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চালকসহ চারজন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের উপজেলার বিশকানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরগুনার বড়ইতলা এলকার আফজাল হোসেন (৬০) ও চড়পাড়া এলাকার জাকারিয়া (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশা চালক আমতলী থেকে পাঁচজন যাত্রী নিয়ে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা হন। এ সময় বিশকানি এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চালক জামাল ও মতিনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী থেকে আসা অটোরিকশাটি বেপরোয়াভাবে যাচ্ছিল। হঠাৎ রাস্তার মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালেও দুজন মারা যান।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালীর মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার সুস্পষ্ট কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/১৩এপ্রিল/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা